লেনদেন
লেনদেনের সময় বাড়াচ্ছে সিএসই, প্রতিবাদ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের
চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি ৪৫ মিনিট বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।
সম্প্রতি ব্রোকারেজ হাউসগুলোকে পাঠানো এক চিঠিতে সিএসই জানিয়েছে, ‘২৬ জানুয়ারি থেকে সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে। অন্যদিকে দুপুর ২টা ২০ মিনিটের বদলে ২টা ৩৫ মিনিটে শেষ হবে লেনদেন।’
আরও পড়ুন: বড় পতন পুঁজিবাজারে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির
বুধবার (২২ জানুয়ারি) সিএসইর নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানিয়েছে, একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত।
ডিএসই ও সিএসই দুই এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। প্রতিদিন একসঙ্গে ট্রেডিং শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী যাচাই-বাছাই করে প্রতিযোগিতামূলক উপযুক্ত দামে তাদের চাহিদামাফিক শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেন। সময়ের পরিবর্তন করলে সেটি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্য করা হবে এমন দাবি ডিবিএর।
ডিএসইর তুলনায় সিএসইর শেয়ার ভলিয়্যুম ৫ শতাংশের মতো। ট্রেডিং কার্যক্রম ও ভলিয়্যুমের দিক থেকে সিএসইর অবস্থান বিবেচনা করলে ভলিয়্যুমের স্বল্পতা এবং সকল ব্রোকারদের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিং-এ শেয়ার প্রাইস ডিসকভারি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা করছে ডিবিএ।
ডিবিএ জানিয়েছে, ‘দুই এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচির ফলে দ্বৈত সদস্যপদপ্রাপ্ত কোম্পানিতে ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যহত হবে এবং হাউসগুলোতে বিশৃঙ্খলা দেখা দেবে। এতে করে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রিক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুন: সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন
সিএসসির পক্ষ থেকে ব্রোকারেজ হাউসগুলোকে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের জন্য নমনীয়তা এবং তারল্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে লেনদেনের সময়সীমা বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
৩ দিন আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন
টানা দুই দিন সূচকের উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসেও সূচকে ঊর্ধ্বমুখী ধারা বজায় আছে ঢাকার পুঁজিবাজারে।
বুধবার (২২ জানুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে বেড়েছে তিনটি সূচকই। এর পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
আরও পড়ুন: উত্থানের ধারা বজায় রেখে চলছে পুঁজিবাজারে লেনদেন
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১০৯ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮, কমেছে ৯৩ এবং অপরিবর্তিত আছে ১০৮ কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সূচক কমেছে চট্টগ্রাম পুঁজিবাজারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৬ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ৯ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা।
আরও পড়ুন: বড় উত্থান পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
৪ দিন আগে
তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান, লেনদেন প্রায় ৫০০ কোটি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পয়েন্ট বেড়েছে। এদিন লেনদেন হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। দিনের কার্যক্রম শুরুর প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৯৫ পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়। তবে প্রথম ঘণ্টার পর থেকে কমতে শুরু করে সূচকের উত্থানের ধারা।
দিনের শুরুর ধারা বজায় রাখতে না পারলেও দিনের শেষে গত কার্যদিবসের তুলনায় ডিএসইএক্সের সূচক ৫ পয়েন্ট বেড়ে থেমেছে। অন্য দুই ইনডেক্স—শরিয়াভিত্তিক ডিএসইএসের সূচক ১ পয়েন্ট এবং ব্লু চিপের সূচক বেড়েছে ২ পয়েন্ট।
আজ লেনদেনে দাম বেড়েছে ১৬৫ কোম্পানির, কমেছে ১৫৬টির এবং দাম অপরিবর্তিত আছে ৮০টি কোম্পানির। লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৪১টি কোম্পানির।
আরও পড়ুন: দিনের শুরুতে ঊর্ধ্বমুখী তিন সূচক, কোম্পানির দামও বাড়তি
‘বি’ ক্যাটাগরিতে শেয়ারের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির। তবে ‘জেড’ ক্যাটাগরির ৩২টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির।
‘এন’ ক্যাটাগরিতে নতুন তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২টির এবং কমেছে ৩টি কোম্পানির। ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি বেড়েছে ১৫টির এবং কমেছে ৫টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানির মোট ১৯ লাখ ৬২ হাজার ৫৯৬ শেয়ার বেচাকেনা হয়েছে, বর্তমান বাজারে যার মূল্যমান ১৫ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।
এক দিনের ব্যবধানে পুঁজিবাজারে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি টাকা। ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকায় মোট ১ লাখ ৬৩ হাজার ৯০০ শেয়ার এবং ইউনিট বেচাকেনা হয়েছে আজ।
মঙ্গলবারের লেনদেন চলাকালে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস। অপরদিকে, শেয়ারপ্রতি ১০ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
লেনদেনের পাশাপাশি তিনটি কোম্পানি বিনিয়োগকারীদের জুলাই প্রান্তিকের ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে। এর মধ্যে জিমিনি সি ফুড পিএলসি শেয়ারপ্রতি ৭ দশমিক ৫০ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেড ১ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিএক্সের সূচক বেড়েছে আজ ৩৮ পয়েন্ট।
আরও পড়ুন: পাঁচ কার্যদিবস পর সূচকের উত্থান দেখল পুঁজিবাজার
লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির। মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকা, যা গতদিনের তুলনায় ২ কোটি টাকা বেশি।
৪ দিন আগে
দিনের শুরুতে ঊর্ধ্বমুখী তিন সূচক, কোম্পানির দামও বাড়তি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে বেড়েছে তিনটি সূচকই। এর পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।সোমবার (২০ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট করে।প্রথম ঘণ্টায় পেরুতেই ডিএসইতে লেনদেন হয়েছে ১৬০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৫, কমেছে ৭৭ এবং অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ারের দাম।এদিকে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ লাখ ৪২ হাজার টাকা।
৬ দিন আগে
প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচকের সামান্য উত্থান
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচকের সামান্য উত্থান হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ পয়েন্ট।বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট বাড়লেও ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত আছে ৮৩ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: পুঁজিবাজারে টানা চার দিন সূচকের পতন
শেয়ার লেনদেনে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড তাদের প্রাইস লিমিট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি কোম্পানিটি জানিয়েছে গতবছর জুলাই প্রান্তিকে তারা বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না। বিনিয়োগের আলাদা লভ্যাংশ না দিলেও শেয়ারপ্রতি অর্জনের (ইপিএস) মূল্য ৫ টাকা ১ পয়সা হবে বলে প্রকাশ করেছে কোম্পানিটি।এদিকে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট।সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭, কমেছে ১৯ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২ লাখ ২৯ হাজার টাকা।
১ সপ্তাহ আগে
পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস পতনে শেষ হলো সপ্তাহ
ঢাকার পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবসে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে এ সপ্তাহের লেনদেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৩৩ পয়েন্টে।
বছাইকৃত শেয়ার ব্লুচিপ ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট আর শরীয়াভিত্তিক শেয়ার ডিএসইএসের সূচক কমেছে ৬ পয়েন্ট।
গত দিনের তুলনায় আজ (বৃহস্পতিবার) ৪৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। ১ লাখ ২৯ হাজার শেয়ার ১৪ কোটি ৮৩ লাখ বার হাতবদলের মাধ্যমে এদিন মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি টাকা।
সূচক কমার পাশাপাশি দাম কমেছে বেশির ভাগ কোম্পানির। এর মধ্যে ১৪১ কোম্পানির দাম বেড়েছে, ১৯৬টির কমেছে এবং ৬২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
ডিএসইর ‘এ’ ক্যাটাগোরির ২২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ৮৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত আছে ১৮টির দাম।
বৃহস্পতিবার সি অ্যান্ড এ টেক্সটাইল কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এই কোম্পানির শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে।
এদিকে, বিনিয়োগকারীদের গত বছর জুলাই প্রান্তিকের লভ্যাংশের টাকা দিয়েছে ইফাদ অটোস পিএলসি। বিগত এক দশকে সর্বনিম্ন লভ্যাংশ দিয়েছে ইফাদ। শেয়ারপ্রতি বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছেন মাত্র ১ শতাংশ হারে।
অপরদিকে, পতনের ধারা অব্যাহত রয়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫৫ দশমিক ৩১ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৯৬ দশমিক ৩৫ পয়েন্টে ও ১১ হাজার ৭৫৯ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসআই সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট কমে ৯৩৪ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
শুধু সূচকের পতন নয়, আজ লেনদেনও কমেছে সিএসইতে। গত দিনের তুলনায় বৃহস্পতিবার ৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন কম হয়েছে। দিন শেষে দেখা গেছে, সারা দিনে লেনদেন হয়েছে মোট ৪ কোটি ৭২ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৯ কোটি ৪০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ারদর।
১ সপ্তাহ আগে
শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। এছাড়া দামের পাশাপাশি বেড়েছে প্রধান সূচকও।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শুরুতেই দাম বেড়েছে ১৯৬ কোম্পানির, কমেছে ৭৮ এবং দাম অপরিবর্তিত আছে ৭৯ কোম্পানির।
প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট, শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১ পয়েন্ট। তবে সূচক কমেছে ব্লুচিপ শেয়ারের। ডিএস-৩০ এর সূচক কমেছে ২ পয়েন্ট।
আরও পড়ুন: প্রথম ঘণ্টায় ডিএসইএক্স-ডিএস৩০তে সূচক কমল ৪.১৬ পয়েন্ট
প্রথম ঘন্টায় ৩ লাখ ৩২ হাজার ৮৯ শেয়ার ৩ কোটি ৮৫ লাখ হাতবদল হয়ে মোট ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের পাশাপাশি দিনের শুরুতেই সি ও এ টেক্সটাইল কোম্পানিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এই কোম্পানির শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে।
প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। সিএসসিএক্সের সূচক বেড়েছে ৮ পয়েন্ট। দাম বেড়েছে ৩৩ কোম্পানির, কমেছে ২৯ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: ডিএসইএক্সে সূচক বাড়ল ২৮.৪ পয়েন্ট
১ সপ্তাহ আগে
উত্থান দিয়ে লেনদেন শুরু, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সূচকের উত্থান দিয়ে প্রথম ঘণ্টার লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে পয়েন্ট বেড়েছে তিনটি সূচকেই। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। অন্য দুই সূচক ব্লুচিপ কোম্পানির ডিএস-৩০ ১ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট।লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। প্রথম ঘণ্টায় দাম বেড়েছে ২৩৫টি কোম্পানির, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।দিনের প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। ৩ লাখ ৯১ হাজার ৯৪টি শেয়ার মোট ৬ কোটি ১২ লাখ বার বেচাকেনা হয়ে মোট লেনদেন দাঁড়িয়েছে ১১৭ কোটি টাকা।এদিকে লেনদেনের শুরুতেই তিন কোম্পানিকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক এবং সি-পার্ল বিচ রিসোর্ট ক্যাটাগরি হারিয়ে অবস্থান করছে জেডে।ডিএসই এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট কোম্পানিগুলোকে।দিনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থানের ধারা বজায় রেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা।
১ সপ্তাহ আগে
উত্থানে শুরু হলেও শেষমেশ আবারও পতন পুঁজিবাজারে
দিনের প্রথম ঘণ্টায় উত্থান দিয়ে শুরু হলেও পতন ঠেকানো গেল না ঢাকার পুঁজিবাজারে। লেনদেন শেষে আগের দিনের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইসিএক্স কমেছে ১ পয়েন্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় প্রধান সূচক বেড়ে ৫ হাজার ১৯১ পয়েন্ট উঠলেও দিন শেষে তা দাঁড়িয়েছে ৫ হাজার ১৫০ পয়েন্টে।
এদিন ব্লুচিপ শেয়ারেও সূচক কমেছে। ডিএস-৩০ এর সূচক কমেছে ১ পয়েন্ট। তিনটি সূচকের মধ্যে সামান্য বেড়েছে শরীয়াভিত্তিক শেয়ার ডিএসইএসের। ১ পয়েন্ট বেড়ে ডিএসইএসের সূচক হয়েছে ১ হাজার ৯০৪ পয়েন্ট।
আরও পড়ুন: প্রথম ঘণ্টায় ডিএসইএক্স-ডিএস৩০তে সূচক কমল ৪.১৬ পয়েন্ট
মঙ্গলবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এদিন ১ লাখ ২৯ হাজার শেয়ার ১৩ কোটি ৫০ লাখ হাতবদল হয়ে মোট ৩৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতদিনের তুলনায় ৪৬ কোটি টাকা কম।
সূচক কমলেও দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৩১টির। এছাড়া দাম অপরিবর্তিত আছে ৮৪টি কোম্পানির।
এদিকে ডিএসইর এসএমই খাতের শেয়ারেও পতন অব্যাহত রয়েছে। দিন শেষে এসএমই ইনডেক্সের সূচক কমেছে ১০ পয়েন্ট। তবে সূচক কমলেও গতদিনের তুলনায় আজ ২ কোটি টাকা বেড়ে মোট ৬ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে।
একইভাবে পতনের ধারা অব্যাহত আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্সের সূচক কমেছে ৯ পয়েন্ট। লেনদেন শেষে মোট দাম কমেছে ৭২টি কোম্পানির, বেড়েছে ৮৫টির এবং অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: ডিএসইএক্সে সূচক বাড়ল ২৮.৪ পয়েন্ট
১ সপ্তাহ আগে
লেনদেন শুরু উত্থান দিয়ে, বেড়েছে সবকটি সূচক
টানা দুই দিন পতনের পর ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দিনের লেনদেনের শুরুতেই বেড়েছে তিনটি সূচকের পয়েন্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট।
বাছাইকৃত ব্লুচিপ শেয়ারের সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়েছে।
প্রথম ধাপে ৩৩ হাজার ৪২৪টি শেয়ার ৪ কোটি ২০ লাখ ৩০ হাজার বার হাতবদল হয়ে মোট ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের পতন
দিনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। দাম বেড়েছে ২৯১টি কোম্পানির, কমেছে ২৯টি এবং অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এদিকে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও দুটি কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য হারে কেনাবেচা হচ্ছে। এরমধ্যে খুলনা প্রিন্টিং এবং প্যাকেজিং কোম্পানি কয়েক বছর ধরে বন্ধ থাকার পরেও কয়েকদিনে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির চাহিদা বেড়েছে কয়েকগুণ।
বিনিয়োগকারীরা বলছেন, আপাতত লোকসানের পুঁজি সামাল দিতে ঝুঁকি নিয়ে তারা এ শেয়ারে অর্থলগ্নি করছেন।
আরেক কোম্পানি খান ব্রাদার্স উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে ডিএসইর পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করায় কোম্পানিটি জানিয়েছে, তারা তথ্য গোপন করে মূল্যে হস্তক্ষেপ করছেন না। দামের ওঠানামা নিয়ন্ত্রণ হচ্ছে বাজার থেকে।
তবে ঝুঁকিপূর্ণ হলেও দিনের প্রথম ঘণ্টার লেনদেনের লভ্যাংশ না দেওয়া বা নূন্যতম লভ্যাংশ দেওয়া শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ ছিল তুঙ্গে।
ডিএসইর মতোই প্রথম ঘণ্টায় সূচকের উত্থান দিয়ে লেনদেন চলছে চট্টগ্রামের বাজারে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।
লেনদেন হওয়া ৬০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৩টির।
আরও পড়ুন: পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন শুরু পতন দিয়ে
১ সপ্তাহ আগে