করোনভাইরাস প্রাদুর্ভাবের জেরে ক্রেতারা এখন পর্যন্ত ৩০০ কোটি ডলার মূল্যের ক্রয়াদেশ বাতিল করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠন সূত্র জানায়, এক হাজার ৯২টি কারখানা জানিয়েছে যে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৩০০ কোটি ডলার মূল্যের ৯৪ কোটি ৩১ লাখ ২০ হাজার পিস তৈরি পোশাক পণ্যের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে।
এতে প্রায় ২১ লাখ ৬০ হাজার বাংলাদেশি শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানায় বিজিএমইএ সূত্র।
এর আগে গত ২৩ মার্চ বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেছিলেন যে ক্রেতারা তখন পর্যন্ত ১৪৮ কোটি মার্কিন ডলারের পণ্য ক্রয়ের আদেশ বাতিল করেছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। বিভিন্ন জায়গা, দেশ ও মহাদেশের ক্রেতারা তাদের পণ্য ক্রয়ের আদেশ স্থগিত করছেন।’
ওইসব কারখানায় ১২ লাখ শ্রমিক কাজ করছে বলেও জানান তিনি।