করোনা পরবর্তী সময়ে আমদানি চাহিদা ব্যাপক বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের হিসেব সম্পূর্ণ করে ‘কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স’ প্রকাশ করেছে। গত ২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ২৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, একই সময়ে আমদানি বেড়েছে ৪১ দশমিক ৪২ শতাংশ।
আরও পড়ুন: মে মাসে রপ্তানি আয় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন ৩. ৮৩ বিলিয়ন ডলার
এই ১০ মাসে বাংলাদেশ রপ্তানি থেকে ৪১ দশমিক ১০ বিলিয়ন ডলার আয় করেছে। পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৬৮ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ইউএনবিকে বলেন, আমদানি বাড়লেও রপ্তানি ও রেমিটেন্স কমছে বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, আমরা যদি ঘাটতি কমাতে চাই তবে আমাদের রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে হবে। এছাড়া বিলাসবহুল ও অপ্রয়োজনীয় আমদানি কমাতে হবে।
আরও পড়ুন: ২৬ দিনে ১৬.৫৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাল প্রবাসীরা