দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ শুরু হতে যাচ্ছে আজ।
শনিবার ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই বছর গ্রাহকদের সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবারের উৎসবের স্লোগান হলো ‘জেনে, শুনে, বুঝে-শপিং করুন অনলাইনে’।
আরও পড়ুন: ই-কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট
আয়োজকরা জানান, এই উৎসবে সকল ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে যারা সুনামের সাথে বেশ কয়েক বছর সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই। চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, বাংলা শপার, দ্যা মল বিডি, সেবা এক্সওয়াইজেড, পাঠাও ফুডস, প্রথমা, গেজেট অ্যান্ড গিয়ার, একশপ, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, বেবি কেয়ার, আদি, স্টারটেকসহ ২০ ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানিগুলো উৎসবে অংশ নিচ্ছে।
আরও পড়ুন: ই-কমার্সে প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত দেয়া সম্ভব: বাণিজ্যমন্ত্রী
২০ দিনব্যাপী এই উৎসবে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও সারাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছে।
এই আয়োজনের বিষয়ে বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।