বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম প্রান্তিক শেষে (জানুয়ারি-মার্চ) দেশের শীর্ষস্থানীয় এ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ, যার মধ্যে ৫৩ দশমিক ৬ শতাংশ বা ৪ কোটি ৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।
প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইন্টারনেট থেকে রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘চ্যালেঞ্জ থাকলেও, ভালোভাবে বাজার পরিকল্পনা বাস্তবায়ন এবং নেটওয়ার্কে শক্তিশালী অবস্থান ধরে রাখার মাধ্যমে আমরা ব্যবসায়িক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। ধারাবাহিক প্রচেষ্টায় প্রথম প্রান্তিকের শেষে আমাদের ফোরজি গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ।’
প্রথম প্রান্তিকে ২৯ দশমিক ৬ শতাংশ মার্জিনসহ গ্রামীণফোনের কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭ কোটি টাকা।
এ সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৭ দশমিক ৯২ টাকা।
প্রথম প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নে ৪০ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি ১৯৭টি নতুন ফোরজি সাইট করেছে গ্রামীণফোন। এর মধ্য দিয়ে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গ্রামীণফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪২টি।