বাংলাদেশ ব্যাংকের (বিবি) সহকারি পরিচালক (সাধারণ) পদে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য পরীক্ষার কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক।
আরও পড়ুন: গভর্নমেন্ট সিকিউরিটিজ আগামী সপ্তাহে সেকেন্ডারি মার্কেটে ট্রায়াল হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
একই সঙ্গে এই পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরি প্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ শে মার্চ নির্ধারণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংক এই সহকারি পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য গত ১০ মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন।
২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয় এই বিজ্ঞপ্তিতে।
বিসিএস পরীক্ষা ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ছাড় দিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়,কোভিডের কারণে যেসব মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন অধিদপ্তর,পরিদপ্তর,দপ্তর এবং সংবিধিবদ্ধ,স্বায়ত্তশাসিত ও জাতীয় প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস) ছাড়া সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, ফলে ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩০ হয়ে গেছে,তারা আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
কিন্তু এই বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারি পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করা হয়নি। এতে করে অনেক চাকরি প্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। এরকমই বঞ্চিত একজন চাকরি প্রত্যাশী বয়সের ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক (গবেষণা), সহকারি পরিচালক (পরিসংখ্যান), অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল) এবং অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের বিভিন্ন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিসমূহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৯ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারিত করে পুনঃবিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ১০ মে সহকারি পরিচালক জেনারেল) পদে জারি করা বিজ্ঞপ্তিটি গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় প্রকাশ করা হয়নি। এমনকি সহকারি পরিচালক (সাধারণ) পদে ইতিপূর্বে ২০১৯ সালে সর্বশেষ বিজ্ঞপ্তি জারি করে। এর প্রায় ৩০ মাস পরে এসে বিজ্ঞপ্তি জারি হলেও জনপ্রশাসনের নির্দেশনা অনুযায়ী বয়সের ছাড় দিয়ে বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়নি।
এজন্য মির্জা রকিবুল হাসান নামের একজন চাকরি প্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন।
এর আগে, ওই রিটের প্রাথমি শুনানি নিয়ে ২৮ অক্টোবর এই পদে অনুষ্ঠিত পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন। আইনজীবী রাশেদুল হক বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হলে আরও অন্তত ২৫ থেকে ৩০ হাজার চাকরি প্রত্যাশী যাদের বয়স বর্তমানে ৩০ পার হয়ে ৩১ বা তার বেশি চলছে তারাও এই পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। আপাতত হাইকোর্ট নিয়োগ পরীক্ষা স্থগিত করে এ বিষয়ে রুল জারি করেন।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক
পোশাক শিল্প উন্নয়ন তহবিলে ঋণের সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক