প্রায় সাত মাস বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হয়েছে।
সোমবার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চারটি চুনাপাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় তারা খুশি।
তিনি জানান, গত ফেব্রয়ারি থেকে এ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি বন্ধ ছিল। এরপর মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমদানি বন্ধ হয়ে যায়। অবশেষে সোমবার থেকে ফের এ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হল।