বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ সদস্যদের বাণিজ্যিক কাজে ভারতীয় পেট্রাপোল বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারির দুইদিন পর পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুই দেশের বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে সন্তোষজনক আলোচনায় বাণিজ্যিক কার্যক্রম সচল হয়।
এর আগে গত মঙ্গলবার দুপুর ২টা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে প্রবেশ করতে না দেয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
এব্যাপারে বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ব্যবসায়ীরা যাতে তাদের আটকে থাকা পণ্য দ্রুত খালাস নিতে পারেন, তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নজরদারীর ফলে বাংলাদেশ থেকে কোনো সিঅ্যান্ডএফ কর্মচারীকে ভারতে ঢুকতে দেয়া হয়নি বলে ধারণা করছেন বেনাপোল কাস্টমসের কার্গ শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা।