অন্তর্বর্তী সরকারকে তার মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার (১ জুন) বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং ডিসেম্বর কেন নির্বাচন করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়; তা ব্যাখ্যা করেছি। বিলম্ব যত বেশি হবে, ক্ষমতাচ্যুত সরকারের অনুগতরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে, যার লক্ষণ আমরা এরইমধ্যে দেখছি।’
‘সব পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উত্তম হবে। অন্তর্বর্তী সরকারকে যেকোনো সময় পদত্যাগ করতে হবে, তবে তারা যদি ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করে, তাহলে মর্যাদার সঙ্গে বিদায় নেওয়া সম্ভব হবে,’ যোগ করেন তিনি।
বিএনপির সংস্কার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ‘তারেক রহমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে ৩১ দফা সংস্কারের রূপরেখা ঘোষণা করেছিলেন এবং সরকার গঠনের পর তা বাস্তবায়ন করা হবে।’
আরও পড়ুন: আগামীকাল ফের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক
‘আগামীকাল (মঙ্গলবার) জাতীয় ঐক্যের জন্য নতুন দফায় আলোচনা শুরু হবে, যেখানে বিএনপি অংশগ্রহণ করবে।’ তবে তিনি দাবি করেন, ‘সব রাজনৈতিক দল যেন সংস্কার প্রক্রিয়ায় একমত হয় এবং নির্বাচন নিয়ে এগিয়ে যায়। দেশে চলমান সংকটের প্রধান কারণ নির্বাচন না হওয়া।’
তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ওপর বিশ্বাস স্থাপন করেছিলাম, কিন্তু জাপানে তার সাম্প্রতিক মন্তব্যে হতাশ হয়েছি। তিনি বলেছেন শুধু বিএনপি নির্বাচন চায়। আমরা তাকে বোঝাতে চেয়েছিলাম, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, তা সবদিক থেকে ভালো হবে।’
খন্দকার মোশাররফ আরও জানান, দেশের ৫২টি রাজনৈতিক দল এই বছর ডিসেম্বরেই সংসদ নির্বাচন চায়।