মোহাম্মাদ নাসিমের মৃত্যুর পর ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর নাম জোরেসরে শোনা যাচ্ছিল।আজ আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা এলো।
বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বসায় এক সংবাদ সম্মেলনে ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র হিসেবে আমুর নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী এতদিন ১৪ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
ষাটের দশকের ছাত্রলীগ নেতা আমু ১৯৭০ সালের নির্বাচনে বরিশাল থেকে প্রাদশিক পরিষদের সদস্য হয়েছিলেন।
স্বাধীনতার পর চার বার এমপি হওয়া আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমু বর্তমানে ঝালকাঠি-২ আসনের প্রতিনিধিত্ব করছেন।