তিনি বলেন, ‘মিথ্যা ও বানোয়াট’ মামলায় রাজনৈতিক রায়ের ওপর ভিত্তি করে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে পারেন যে সন্ত্রাসী দল হিসেবে বিএনপির আর নিবন্ধন থাকতে পারে না, তখন আমি মনে করি ক্ষমতাসীন দলের নিবন্ধন আরও অনেক আগে বাতিল হওয়া উচিত ছিল।
শনিবার এক আলোচনা সভায় বিএনপির এ নেতা আরও বলেন, ‘নিজের চেহারা আয়নায় দেখুন এবং পরে বিএনপি নিয়ে কথা বলুন। জনগণ এত বোকা নয় যে আপনি যা বলবেন তারা তাই গ্রহণ করবে। আপনার মম্তব্য সম্পর্কে জনগণের প্রতিক্রিয়া জানতে চা স্টলে যান।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জাতীয়তাবাদী নাগরিক দল জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রমনার বটমূলে ও যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা এবং বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়।
‘আওয়ামী লীগ দিবালোকে লগি-বৈঠা নিয়েও মানুষ হত্যা করেছে। তাহলে আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়?’ প্রশ্ন রাখেন তিনি।
বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমান ‘ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী’ সরকারকে মোকাবেলা করতে এবং খালেদা জিয়াকে মুক্ত করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধ্য করার জন্য তারা এখন জনগণকে ঐক্যবদ্ধ করছেন।