ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ (সোমবার) সকালে ভোট দিয়েছেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের অফিস সেলের প্রধান সমন্বয়ক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী জানান, সকাল ১০টার দিকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
আরাফাত গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের বিকল্প নেই। নৌকামার্কায় ভোট দিতে জনগণ ভোটকেন্দ্রে ভিড় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
আরও পড়ুন: এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা, শেষ পর্যন্ত মাঠে থাকব: হিরো আলম
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। গত ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের কিছু অংশ নিয়ে গঠিত আসনটি শূন্য হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৫টি ভোটকেন্দ্রের অধীনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।ৎ
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল