তিনি বলেন, ‘তিনি মুক্ত নন। সরকার বলছে উনার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার ওপর কোনো বিধি-নিষেধ থাকার কথা নয়।’
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পার্থক্যটা হচ্ছে যে, শুধু হাসপাতাল থেকে তাকে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি হোমলি পরিবেশের মধ্যে আছেন। যেটাকে সোজা কথায় বললে বলা যায়, এটা হচ্ছে, গৃহে অন্তরীণ করা।’
তিনি বলেন, খালেদা জিয়া আসলেই অসুস্থ। আমরা বরাবরই তার উন্নত চিকিৎসা কথা বলে আসছি। এখানের ডাক্তার যারা আছেন তারা বলেছেন, তার উন্নত চিকিৎসা দরকার। সেই উন্নত চিকিৎসার ব্যবস্থা তো আমাদের এখানে নেই। হয়তো চিকিৎসা আছে, কিন্তু আনুষঙ্গিক জিনিসগুলো নেই।
ফখরুল বলেন, খালেদার স্বাস্থ্যের অবস্থা ভালো না হওয়ায় জরুরি ভিত্তিতে তার আরও উন্নত চিকিৎসার দরকার।
খালেদা জিয়ার দুটি দুর্নীতির মামলায় জেল থেকে শর্তাধীন মুক্তির মেয়াদ গত ১৫ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১(১) অনুযায়ী আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
শর্ত অনুযায়ী খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। তাকে বাড়িতেই থাকতে হবে এবং সেখানে চিকিৎসা নিতে হবে। একই শর্তে এর আগে ২৫ মার্চ তাকে মুক্তি দেয়া হয়েছিল।