কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এমপি শহীদ ইসলাম পাপুল সেদেশের নাগরিক নন।
পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসনটি শূন্য ঘোষণা করা হবে, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের একদিন পরই এক টুইট বার্তায় বিবৃতি দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওই বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি এমপি পাপুলকে কুয়েতের নাগরিক উল্লেখ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সঠিক নয়।
যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সব সংবাদমাধ্যমকে নির্ভুল হওয়ারও আহ্বান জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী আনাস-আল-সালেহ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে দুর্নীতি প্রকাশ পেয়েছে এবং বিষয়টি এখন পাবলিক প্রসিকিউশনের কর্তৃত্বে রয়েছে।