গ্রেপ্তারের এক মাস ২২ দিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় জেল গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল ।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেইট এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাত করা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ডা. শাহাদাতসহ ১৫ নেতা-কর্মী কারাগারে
উল্লেখ্য- গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ওইদিন নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতসহ ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-মহিলা সম্পাদক লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির ভুয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় পুলিশ শাহাদাত হোসেনকে দফায় দফায় রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন নি।