পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ নগরীর সংস্থাটির প্রধান কার্যালয়ে বলেন, ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা এনামুল ও তার ভাই গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুপন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সুবাতা এলাকায় তাদের এক কর্মচারীর বাড়িতে লুকিয়ে ছিলেন।
তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন জব্দ এবং ৪০ লাখ টাকা উদ্ধার করা হয়।
ডিআইজি ইমতিয়াজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গত বছরের সেপ্টেম্বর মাসে তাদের গেণ্ডারিয়ার বাড়িতে অভিযান চালানোর পর থেকে তারা পালিয়ে আছেন। ওই অভিযানে তাদের বাড়ি থেকে ৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ ও সাড়ে পাঁচ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে চারটি অর্থপাচার মামলা রয়েছে।
ইমতিয়াজ আহমেদ জানান, তদন্তে জানা যায় এ দুই ভাইয়ের নামে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ২২টি বাড়ি, বিভিন্ন ব্যাংকের ৯১টি অ্যাকাউন্টে মোট ১৯ কোটি টাকা এবং পাঁচটি গাড়ি রয়েছে।