আইনমন্ত্রী ইউএনবিকে জানান, খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতাদেশের মেয়াদ ছয় মাস বাড়ানোর অনুমোদনের জন্য বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মতামত প্রেরণ করেছে আইন মন্ত্রণালয়।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মতামত প্রেরণ করবে যেখানে প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
দুর্নীতির দুই মামলায় খালেদার ছয় মাসের সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
গত ৭ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সাজা স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করতে পারে তার পরিবার।
এর আগে, মানবিক দিক ও বয়স বিবেচনায় গত ২৫ মার্চ বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয় সরকার।
উল্লেখ্য, ২০১১ সালের আগস্টে তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অজ্ঞাত সূত্র থেকে টাকা সংগ্রহের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।