তিনি বলেন, ‘বিএনপির নেতারা দলের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। দলের লক্ষ্য অর্জনে কোথায় মৃত্যু হবে, কোথায় হবে না সেটা নিয়ে বিএনপির নেতারা ভাবে না।’
দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের বক্তব্যে তিনি বলেন, ‘শুধু একটা সুযোগ, একটা পরিবেশের অপেক্ষায় আছি। একটি গণজাগরণের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একাত্তরের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।’
দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর, তরুণ প্রজন্মকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আজকের তরুণ সমাজকে বলতে চাই যে আগামী দিনটা আপনাদের। আপনাদের বয়সে আমরা বাংলাদেশ কেমন দেখব সেই কারণে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম। কিন্তু যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেই বাংলাদেশ এখনো দেখতে পারিনি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা আপনাদের পাশে আছি। আপনারা শুধু আমাদের সাথে আসুন,আমরা কখনোই আপনাদের ছেড়ে যাব না।’
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহন করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিত্সার জন্য লন্ডনে যান এবং এরপর থেকে তিনি সেখানে পরিবারের সাথে বসবাস করছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার মা ও দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।