নাটোর, ১০ অক্টোবর (ইউএনবি)- বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় ন্যায়বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, ‘এ বিচার আমরা করিনি, আদালত করেছে। সাক্ষী-প্রমাণের ভিত্তিতেই বিচার হয়েছে। জনগণের মনে স্বস্তি এসেছে।’
বুধবার দুপুরে নাটোরের বনপাড়া শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘২০১৪ সালে বিএনপি নির্বাচনের মাঠ ছেড়ে পালিয়েছিল। দয়া করে এবার পালাবেন না। কারণ একবার পালিয়ে গিয়ে সব হারিয়েছেন। সংসদেও নেই, দুনিয়ার কোথাও নেই। এবার নির্বাচনে না এলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না।’
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।