চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থীর (নোঙর প্রতীক) নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ডের শংকরবাটি এলাকায় নোঙর প্রাতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নির্বাচনী প্রচার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় প্যান্ডেল ও ভেতরে থাকা প্রচার সামগ্রী এবং অন্যান্য আসবাবপত্র।
বিএনএম প্রার্থী আব্দুল মতিনের অভিযোগ, তার প্রতিপক্ষরা ভোটারদের ভয়ভীতি দেখাতে এ কাজ করেছে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: নোয়াখালী-৩ আসন: আ. লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নির্বাচনী ক্যাম্পে বিছানো খড়ে প্রথমে অগুন লাগে। এ ঘটনায় ক্যাম্পের ভেতর খড়, ব্যানার, ফেস্টুন ও সামিয়ানা বেষ্টনীর একাংশ পুড়ে যায়।
তিনি আরও বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: প্রতীক পাওয়ার পরদিন মারা গেলেন নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী
ফরিদপুর-৩ আসন: নৌকার দুটি ক্যাম্পে অগ্নিসংযোগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ