তিনি বলেন, ‘একটি দুর্নীতির ঘটনা প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে অপসারণ করেছেন। এ থেকে প্রমাণ হয় সারাদেশে কতটা দুর্নীতি হচ্ছে।’
বিএনপি মহসচিব আরও বলেন, ‘প্রমাণ হয়েছে যে তারা (ক্ষমতাসীন দলের নেতারা) দুর্নীতির সাথে যুক্ত এবং প্রধানমন্ত্রী তাদের (ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক) বহিষ্কার করে দুর্নীতি যে হয়েছে তার স্বীকৃতি দিয়েছেন, আমরা এতে খুশি হয়েছি।’
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
প্রসঙ্গত, ছাত্রলীগের নেতৃত্ব দেয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে শনিবার তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ছাত্রলীগের প্রধান অভিভাবক। এ ধরনের ঘটনায় তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ‘তবে ছাত্রলীগের গঠনতন্ত্রে বহিষ্কারের কি বিধান আছে সেটা আমার জানা নেই।’