ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তিনি।
শুভেচ্ছাবার্তায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নিশ্চিত করতে একযোগে কাজ করতে আহ্বানও জানান এরশাদ।
তিনি বলেন, ‘দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ণে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য, আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।