এরশাদ
গণহত্যার নায়ককে পুরস্কৃত করেছিল এরশাদ-খালেদা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, `১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে গণহত্যার মাধ্যমে যে কালো অধ্যায় রচিত হয়েছিল তার মূল নায়ক ছিল পুলিশ কমিশনার রকিবুল হুদা। তাকে এরশাদ সাহেবও প্রমোশন দিয়েছেন, পরে বিএনপি নেত্রী খালেদা জিয়াও প্রমোশন দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই বৃষ্টির মতো গুলি ছুঁড়ে ২৪ জনকে হত্যা করা হয়েছে। সেটির দায়ে পুলিশ কমিশনারকে অভিযুক্ত করা হয়নি, বরং পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ‘চট্টগ্রাম গণহত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
আরও পড়ুন: সংশোধিত শ্রম আইন আগামী অধিবেশনে পাস হবে: আইনমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত দেশ। ন্যাম সামিটে জাতিসংঘ ও কমনওয়েলথ সেক্রেটারিসহ বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। প্রত্যেকেই শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।’
তিনি বলেন, তিনি আবার নতুনভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। নির্বাচন কেন করলাম না, বিএনপির মধ্যে এখন এ নিয়ে গভীর হতাশা। সারা পৃথিবী যখন অভিনন্দন জানাচ্ছে, তখন তারা দিশেহারা হয়ে গেছে, খেই হারিয়ে ফেলেছে।
মন্ত্রী বলেন, চট্টগ্রামেও ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি শেখ হাসিনা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। সেদিনও পাখি শিকারের মতো মানুষ শিকার করে গুলি ছুঁড়ে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। সেদিন নিহতের সংখ্যা ২৪ জন বলা হলেও অনেক লাশ গুম করা হয়েছে, বহু মানুষ আহত হয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। ভোট নিয়ে যারা প্রশ্ন তোলার চেষ্টা করে তারা আসলে নিজের মুখটা রক্ষা করার জন্য প্রশ্ন উত্থাপন করছে। বিএনপি এখন আগের নেতৃবৃন্দকে বাদ দিয়ে ড. মঈন খানকে নামিয়েছে। সুন্দর সুন্দর কথা বলে তিনি যদি কিছু করতে পারেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘আসলে বিএনপির মধ্যে ভেতরে ভেতরে তারেক রহমানের বিরুদ্ধে প্রচণ্ড অসন্তোষ। সেই অসন্তোষ কোনো একসময় বিস্ফোরণ ঘটবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: বিদেশি সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো নিয়মিত পর্যালোচনা করবে সরকার
ঢাকা-লন্ডন সম্পর্ক আধুনিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: ক্যামেরন
১০ মাস আগে
চট্টগ্রামে জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড
চট্টগ্রামে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা শাখার সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৯ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।
আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ধর্ষণ মামলায় কারাগারে
দণ্ডিত এরশাদ হোসাইন ওরফে মামুন দিনাজপুর জেলার সরকারপাড়া গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত জেএমবির চট্টগ্রাম জেলার কমান্ডার ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি জানান, একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ (২৬), মো. সুজন (২৪) ও মাহাবুবুর রহমান ওরফে খোকন (৩৫)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ মার্চ চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মীর আউলিয়ার মাজার সড়কের এনআর স্টিল মিলের সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময়ে অন্য আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় আকবর শাহ থানায় উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান ২০১৬ সালের ৮ এপ্রিল চারজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে সম্পূরক অভিযোগপত্র জমা দেন।
পরে ২০২০ সালের ২৪ নভেম্বর অভিযোগ গঠন করে আদালত তাদের বিচার শুরুর আদেশ দেয়।
আরও পড়ুন: আরও ৩ মামলায় জামিন পেল মামুনুল হক
মিতু হত্যা মামলা: অভিযোগ গঠন চ্যালেঞ্জের আবেদন খারিজ
১ বছর আগে
দেশকে অন্ধকারে রেখেছিল জিয়া ও এরশাদ: আইনমন্ত্রী
জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ ২১ বছর এ দেশকে অন্ধকারে রেখেছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ১৯৭৫ সালের একটি ষড়যন্ত্রে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের ভবিষ্যতকে বদলে দেয়ার চেষ্টা করা হয়েছিল। খুনিদের পুরস্কৃত করা হয়েছিল। আইনের শাসনকে ধ্বংস করা হয়েছিল।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কখনও ক্ষমতার লোভে রাজনীতি করেননি। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলকে সংগঠিত করেছিলেন। দেশের আনাচে-কানাচে গিয়ে দেশের মানুষকে তাদের অধিকার ও স্বাধিকার সম্পর্কে সচেতন করেছেন এবং জনগণকে সংগঠিত করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন।
আরও পড়ুন: সাজাপ্রাপ্ত আসামিদের ছাড় দেয়া হবে না: আইনমন্ত্রী
আনিসুল হক বলেন, ১৯৭২ সালে দেশে ফিরেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন এবং তা দ্রুত গতিতে বাস্তবায়ন করতে থাকেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রে এদেশের কুলাঙ্গার, বেঈমান ও বিশ্বাস ঘাতক দল তাঁকে সপরিবারে হত্যা করে। তারা বুঝতে পেরেছিল যে, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য।
এছাড়া এটাকে ভাগ করতে হলে বঙ্গবন্ধুকে হত্যা করতে হবে। কিন্তু বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভুলেনি। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দায়িত্ব দিয়েছে, যোগ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা ২০১২ সালে কথা দিয়েছিলেন দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবেন, সেটা করে দিয়েছেন। কথা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করবেন, তাও করেছেন। তিনি ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাও নির্মাণ করে দিবেন, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করা হয়েছে। কোন সভ্য দেশে কোন সরকারের অধীনে এত বড় ঘৃণ্য বর্বরোচিত কাজ হতে পারে না, যেটা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হয়েছে। শুধু তাই নয় এ পর্যন্ত ১৯ বার তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মো. খলিলুর রহমান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ সমিতির নেতারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন: সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার অভাবেই মামলাজট: আইনমন্ত্রী
আ.লীগ জনগণের দল, আমাদের শক্তি জনগণের শক্তি: আইনমন্ত্রী
২ বছর আগে
এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে দলের সকল কার্যালয়ে জাতীয় পার্টির পতাকা অর্ধনমিত রাখা হয়।
এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া দিবসটি উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামপুর-জুরাইন রেলগেটে জনসভা করবে জাতীয় পার্টি।
অনুষ্ঠান শেষে তিন হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে রংপুরে এরশাদের কবরে ফাতেহা পাঠ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সেখানে দোয়া-মাহফিল-কাম আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এরশাদ ট্রাস্ট স্মরণ সভার আয়োজন করে।
আরও পড়ুন: জিয়া-এরশাদ-খালেদা দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
জেনারেল এরশাদ, যিনি তার নয় বছরের স্বৈর শাসনের পর ১৯৯০ সালের ১৪ জুলাই ক্ষমতাচ্যুত হন। ২০১৮ সালে ৮৯ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানকে হত্যার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক (সিএমএলএ) হিসাবে ১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তারের কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন।
তিনি ১৯৮৬ সালে 'জাতীয় পার্টি' গঠন করেন এবং একই বছর তৃতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, যা অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক প্রতিবাদের সূত্রপাত করে।
বিরোধী দলগুলির একটি সম্মিলিত আন্দোলনের মধ্যে অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
আরও পড়ুন: থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন রওশন এরশাদ
২ বছর আগে
রওশন এরশাদকে চেয়ারম্যান করে ‘জাপার নতুন কমিটি’ ঘোষণা এরিকের
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ রওশন এরশাদকে চেয়ারম্যান করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেছেন।
এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহি সাদকে (সাদ এরশাদ ) দলের কো-চেয়ারম্যান করা হয়েছে এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে।
বুধবার এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বারিধারা এলাকার রাষ্ট্রপতি পার্কে আলোচনা ও দোওয়া মাহফিলের আয়োজনে এরিক এই ঘোষণা দেন।
আরও পড়ুন: ২০ দলীয় জোট ছাড়ল জমিয়তে উলামায়ে ইসলাম
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর চাচা জিএম কাদের অসুস্থ অবস্থায় তাঁর বাবা এরশাদকে জিম্মি করে তাকে দলের চেয়ারম্যান হিসেবে অবৈধভাবে সই করিয়ে নিয়েছিলেন।
তিনি বলেন, জাতীয় পার্টি এখন পতনের পথে। আমাদের অবশ্যই দলকে অবৈধ চেয়ারম্যান জিএম কাদেরের হাত থেকে বাঁচাতে হবে। আমরা তাকে গ্রহণ করি না।
বিদিশা, সাদ এরশাদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান এবং জাফর ইকবাল সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরও পড়ুন: লঞ্চে স্বাস্থ্য বিধি না মানলে জরিমানা: নৌ প্রতিমন্ত্রী
ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম উল্লেখ করা হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
যোগাযোগ করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, নতুন দল গঠনের প্রত্যেকেরই অধিকার আছে এবং এ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তিনি বলেন, কে কী ঘোষণা করেছে আমরা তার কোন গুরুত্ব দিচ্ছি না। আমি মনে করি এটি আমাদের দলে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের বাজেট লুট হচ্ছে: জিএম কাদের
৩ বছর আগে
শপথ নিলেন এরশাদের ছেলে সাদ
ঢাকা, ১০ অক্টোবর (ইউএনবি)- একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ বৃহস্পতিবার শপথ নিয়েছেন।
৫ বছর আগে
রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঢাকা, ০৫ অক্টোবর (ইউএনবি)- জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের আসন রংপুর-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার শুরু হয়েছে।
৫ বছর আগে
এরশাদ সরকারকে সমর্থন করেছিল বিএনপি: হাছান মাহমুদ
ঢাকা, ০৯ সেপ্টেম্বর (ইউএনবি)- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ১৯৮২ সালে এইচএম এরশাদের সরকারকে সমর্থন করতেন এবং সেখান থেকে বিভিন্ন সুবিধা নিয়েছেন।
৫ বছর আগে
রংপুর-৩ আসন নিয়ে আ’লীগের সাথে সমঝোতার চেষ্টা হচ্ছে: জিএম কাদের
ঢাকা, ০৯ সেপ্টেম্বর (ইউএনবি)- এইচএম এরশাদের বড় ছেলে সাদ এরশাদের স্বার্থে রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে আওয়ামী লীগকে প্রার্থী প্রত্যাহার করে নেয়ার জন্য তাদের সাথে জাতীয় পার্টি সমঝোতার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
৫ বছর আগে
সংসদ অধিবেশনের আগেই বিরোধী দলীয় নেতা ঠিক করা হবে: জিএম কাদের
ঢাকা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি) - জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার বলেছেন, আগামী ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই তাদের দল সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচন করবে।
৫ বছর আগে