ঢাকা, ১৫ অক্টোবর (ইউএনবি)- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন ২৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে।
এই মামলায় নিম্ন আদালত গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।
এর আগে গত ১১ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার জামিন ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছিল।