এ সময় ডাকসু ও হল সংসদ নির্বাচন তিন মাস পেছানো ও ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিও জানান ছাত্রদলের নেতা-কর্মীরা।
এর আগে ছাত্রদলের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টা সেখানে থাকেন তারা।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের পক্ষে কাজ করছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ব পরিকল্পিত নীল নকশার এ নির্বাচন মানবে না।
‘আমাদের সাত দফা দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো,’ যোগ করেন তিনি।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান চাই। গত আট বছরে আমরা ক্যাম্পাসে আসিনি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা আমাদের কোনো কার্যক্রম করতে না পারায় নির্বাচনের জন্য প্রস্তুত হতে আমাদের কিছু সময়ের প্রয়োজন।’