বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের জনগণ, সাংবাদিক এবং যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী তাদের এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘গণমাধ্যম এবং বাংলাদেশের জনগণের কণ্ঠরোধ করতেই বুধবার জাতীয় সংসদে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিল পাস করা হয়েছে। এই আইন বাকশালের প্রেতাত্মা।’
বিএনপি নেতা আরো বলেন, ‘সরকারের কোটি কোটি টাকা দুর্নীতির খবর গোপন করতেই এই কালো আইন তৈরি করা হয়েছে।’
রিজভী বলেন, সরকারের দুর্নীতির খবর কোনো গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যম যাতে প্রকাশ করতে না পারে সেজন্যই এই আইন তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ‘এই কালো আইনের মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতা এবং ব্যক্তিগত সকল স্বাধীনতা ছিনিয়ে নেয়া হয়েছে। এই আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ ও ৪৩ ধারা সংবিধান পরিপন্থী।’