তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার অধিনে। সে নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।’
বুধবার বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাইলট হাইস্কুল মাঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।
১৪ দলের সমন্বয়ক নাসিম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখন খুবই গুরুত্বপূর্ণ সময়। এখন উল্লাস করার সময় নয়। এটা হচ্ছে জীবন-মরণ লড়াই। ১০ বছর ধরে শেখ হাসিনা জীবন বাজি রেখে উন্নয়ন করে যাচ্ছেন। এ ধারাকে ধরে রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মিয়া সমাবেশে সভাপতিত্ব করেন।
নাসিম বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। অনেকেই প্রার্থী হতে চাইবেন। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করতে হবে।’
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় ছিল, কিন্তু গ্রেনেড হামলার বিচার করে নাই। তারা ভেবেছিল বিচার হবে না। কিন্তু শেখ হাসিনা বিচার করেছেন।’
সমাবেশে সাম্যবাদী দলের সভাপতি দিলিপ বড়ুয়াসহ ন্যাপ, জাসদ ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।