ঢাকা, ১৯ সেপ্টেম্বর (ইউএনবি)- রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ সাতজনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এসব মামলায় পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত এই জামিন দেয়া হয়েছে।
তারা স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেয়।
আভিযুক্তদের মধ্যে গুরুতর অসুস্থ তরিকুল ইসলাম হুইল চেয়ারে করে আদালত কক্ষে উপস্থিত হন।
জামিনপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন-, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, আডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা ও অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
গত ১১, ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর পুলিশের কর্তব্য কাজে বাধাদান ও নাশকতার চেষ্টার অভিযোগ এনে পল্টন ও আদাবর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।