বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যেখানে সরকারি ত্রাণ সহায়তার জন্য গরিব মানুষ মুখিয়ে আছে সেখানে ক্ষমতাসীন দলের লোকেরা তা লুট করে নিচ্ছে।’
রাজধানীর রাজারবাগে সামাজিক সংগঠন ‘ফিউচার অব বাংলাদেশ’ এর ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়োজিত নার্সরা খাবার পাচ্ছেন না, আর ক্ষমতাসীন দলের লোকেরা তাদের বাড়িতে জনগণের টাকা দিয়ে কেনা চাল মজুদ করছেন।
তিনি বলেন, যদিও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য সকলেই ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টার কথা বলে আসছেন। কিন্তু সরকার আধিপত্য ও প্রতিবন্ধকতা তৈরি করে সংকটকালে ক্ষমতাসীন দলের নেতাদের এসব লুট করে নেয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে।
রিজভী বলেছিলেন, জনগণ এ গরমের মধ্যেও ত্রাণের জন্য অপেক্ষা করছে এবং রাস্তায় বের হচ্ছে। এদিকে, অভাবী লোকদের বঞ্চিত করে কিছু অসাধু লোক ত্রাণসামগ্রী লুট করছে। ‘এ অবস্থা চলতে দেয়া যাবে না।’
তিনি বলেন, করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করা ও জনগণের ভোগান্তি কমানোর জন্য সকল দলকে একত্রিত হয়ে কাজ করা উচিত বলে তার দল মনে করে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সকল অনিয়ম দূর করে অভাবী মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।