শনিবার পুরান ঢাকার বংশাল এলাকায় নির্বাচনী প্রচারণায় ইশরাক বলেন, ‘আগামী সপ্তাহে আমাদের চূড়ান্ত পরীক্ষা। আপনারা সবাই ১ ফেব্রুয়ারি ভোট দেয়ার জন্য কেন্দ্রে যাবেন। আমাদের অবশ্যই ধানের শীষের এ জোয়ারের ফল ছিনিয়ে আনতে হবে। আমি ভোটার এবং সমর্থক সবাইকে অনুরোধ করছি কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে আপনারা সাড়া দেবেন না।’
ইশরাক তার সমর্থকদের কাউকে ভয় না পাওয়ার জন্যও অনুরোধ করেন। ‘আমরা আপনাদের সাথে মাঠে আছি। আমরা দেশের মানুষের সাথে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করব। সুতরাং কাউকে ভয় করবেন না।’
স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায়ের পর ইশারক পুরান ঢাকার বিভিন্ন এলাকার দোকানদার, পথচারী এবং বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।
পরে সন্ধ্যায় তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন।
‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে এক নতুন মাত্রা দিয়েছিল। তবে ক্ষমতাসীন সরকার এ ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণ সিটি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে,’ যোগ করেন তিনি।
ইশরাক বলেন, নির্বাচনে তিনি জয়ী হলে উন্নত ঢাকা শহর গড়ার জন্য আগামী ১০০ বছরের একটি মাস্টারপ্ল্যান তৈরি করবেন।
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান এবং কাউন্সিলর প্রার্থী ও বিএনপির নেতা-কর্মীরা ইশরাকের সাথে ছিলেন।