পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে বিশ্ব নেতাদের অভিনন্দন জানানো দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
তিনি বলেন, 'উগান্ডার রাজধানী কাম্পালা সফরকালে আমি ১৭টি দ্বিপক্ষীয় বৈঠক করেছি, যদিও আমরা সেখানে মাত্র দুই দিনের জন্য ছিলাম। আমি একই হলে থাকায় কমপক্ষে আরও ১৭ জনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই সরকারকে অভিনন্দন জানিয়েছেন।’
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সম্মেলন ও তৃতীয় দক্ষিণ সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: কাম্পালায় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ
বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এসব (নতুন সরকারকে বিশ্ব নেতাদের অভিনন্দন) দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তারা আরও আবোল-তাবোল বলা শুরু করেছে।'
হাছান মাহমুদ বলেন, সব দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রার্থীদের ফিরিয়ে না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও অতীতে দলীয় প্রতীক ছাড়াই এ ধরনের নির্বাচন হয়েছে।
উগান্ডার রাজধানী কাম্পালায় শেষ হওয়া দুই দিনব্যাপী তৃতীয় সাউথ সামিটে যোগদান শেষে মঙ্গলবার দেশে ফেরেন হাছান মাহমুদ।
আরও পড়ুন: বিএনপির এমপিরা পদত্যাগ করলে তাদের আসনে উপ-নির্বাচন হবে: হাছান মাহমুদ
চার দিনের এই সফরে ১৯তম ন্যাম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব করেন এবং একটি বিবৃতি দেন।
জি-৭৭’র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সাউথ সামিট।
প্রায় ১০০টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা এই বৈঠকে অংশ নেন।
'লিভিং নো ওয়ান বিহাইন্ড' প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও সহযোগিতা জোরদারে সদস্য দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন এবং ডিজিটাল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে।
টেকসই উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য অর্জনে বাংলাদেশসহ সদস্য দেশগুলো গ্লোবাল সাউথে সংহতি, ঐক্য ও পরিপূরক হওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ন্যাম সামিট: বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ