আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া পেছন দরজা দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনও সুযোগ নেই।
শুক্রবার ‘সরকারকে না সরানো হলে জাতির অস্তিত্ব থাকবে না' বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিবাদে দেয়া এক বিবৃতিতে আ.লীগ নেতা এ কথা বলেন ।
বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের রায় মেনে নিয়েছে। নির্বাচন ছাড়া অন্য কোন কিছুর আড়ালে সরকার পতনের সুযোগ নেই। নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়।’
আরও পড়ুন: বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে অনেক কথা বলছে। কিন্তু দেশের জনগণ এসব কথায় কান দেয় না বলেও জানান তিনি।
তিনি বলেন, জাতির অস্তিত্ব হাজার বছর ধরে টিকে আছে এবং থাকবে। তিনি বলেন, ‘অবিচক্ষণ রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব থাকবে কি না, আজকে সেই প্রশ্ন দেখা দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যালটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে।
তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, সকল আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনও সময়ের চেয়ে আরও বেশি সুসংহত হয়েছে।
বিরোধিতার নামে বিএনপি বরং এদেশের অস্তিত্ব বিপন্ন করার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপিই দেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির পথে প্রধান অন্তরায়।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন করছে উল্লেখ করে আ.লীগ নেতা প্রশ্ন করেন, কারা তাকে দেশে ফিরিয়ে আনতে বাধা দিচ্ছে।
তিনি বলেন, ‘বরং আমরা চাই একজন দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক। তার অন্তরে সৎ সাহস থাকলে সে দেশে ফিরতে পারে। এর জন্য কোনও আন্দোলনের প্রয়োজন নেই।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন।
আরও পড়ুন: হলে আসন নিয়ে বাণিজ্য আ.লীগের ভাবমূর্তি নষ্ট করছে, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কাদেরের
দেশের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়: ওবায়দুল কাদের