তিনি অভিযোগ করেন যে ক্ষমতাসীনদের পক্ষে কাজ করতে সরকার ও ইসি ১ ফেব্রুয়ারির নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে ফখরুল এসব কথা বলেন।
‘নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে। নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে ইশরাক ও তাবিথের মিছিলে হামলা হয়েছে। মঙ্গলবার উত্তরের মেয়র প্রার্থী তাবিথের ওপর শারীরিকভাবে আক্রমণ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠুঁটো জগন্নাথ, অযোগ্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি,’ বলেন তিনি।
তাবিথ আউয়ালের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির এ নেতা।
তিনি ইশরাককে ডিএসসিসির মেয়র পদে যোগ্য ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে তাকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
পরে ইশরাকের সাথে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন ফখরুল এবং ধানের শীষে ভোট চান।