আবাসিক প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করার সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে বিএনপি।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানায় দলটি।
সংবাদ সম্মেলনে দলটির সিনিয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রিপেইড মিটারের ভাড়া রাতারাতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। বলা হচ্ছে- মিটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এটিকে অযৌক্তিক পদক্ষেপ বলে অভিহিত করেন দলটির এই নেতা।
আরও পড়ুন: বিএনপির গয়েশ্বরের অভিযোগ নাকোচ করলেন রুশ রাষ্ট্রদূত
রিজভী বলেন, এমন এক সময়ে এই ভাড়া বাড়ানো হলো, যখন আবাসিক পর্যায়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
তিনি বলেন, বাড়িগুলোতে দিনরাত অধিকাংশ সময় গ্যাস সরবরাহ থাকে না, কিন্তু 'অবৈধ সরকার' গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে নানা কৌশল অবলম্বন করে টাকা আদায় করছে।
তিনি বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত না করে মিটারের ভাড়া(হঠাৎ করে ভাড়া বাড়ানো) দ্বিগুণ করা এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া সরকারের গণবিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ। আমি বিএনপির পক্ষ থেকে এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্প্রতি রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানিগুলো কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই প্রিপেইড মিটারের ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করেছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, মিটার স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয়ের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিটারের ভাড়া বাড়ানো হয়েছে।
রিজভী বলেন, জনগণের কাছে কোনো জবাবদিহিতা না থাকায় সরকার জনগণের অর্থ লুটপাট করছে।
তিনি আরও বলেন, ‘তারা (সরকার) জানে যে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে না এবং তাদের অন্য নির্বাচন বা কোনও নির্বাচনে জনগণের কাছে যেতে হবে না। কারণ তারা বন্দুক এবং রাষ্ট্রের সমস্ত মাধ্যম ব্যবহার করে জনগণকে বশীভূত করে। তাই তারা জনবিরোধী নীতি গ্রহণ করতে পারে এবং তাদের খেয়ালখুশি অনুযায়ী তা বাস্তবায়ন করতে পারে।’
আরও পড়ুন: বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ: ওবায়দুল কাদের
তিনি অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং ৭ জানুয়ারি সরকারের নির্বাচনী 'সার্কাস' নীরবে প্রত্যক্ষ করায় আবাসিক প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া বাড়িয়ে সরকার জনগণকে শাস্তি দিয়েছে।
ডলার সংকট এরই মধ্যে রপ্তানি প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে বলে উদ্বেগ প্রকাশ করে তৈরি পোশাক ও বস্ত্র খাতে নগদ প্রণোদনা না দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব।
তিনি বলেন, ক্রেতাদের কাছ থেকে তৈরি পোশাকের অর্ডার ইতোমধ্যে অর্ধেকে নেমে এসেছে। চামড়া, পাটজাত পণ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে নগদ প্রণোদনাও অনেক কমানো হয়েছে। তাই এসব পণ্যের রপ্তানি মারাত্মকভাবে কমে যাবে।
বিএনপির এই নেতা বলেন, সরকার তথাকথিত উন্নয়ন ও মেগা প্রকল্পের নামে লুটপাট অব্যাহত রাখতে রপ্তানি খাত থেকে অর্থ কাটছাঁট করছে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে 'অব্যাহতভাবে বিচার বিভাগীয় হয়রানি ও সম্ভাব্য কারাগারে আটকানো' নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২৪২ জন বিশ্ব নেতার খোলা চিঠিকে খাটো করে দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন: সন্ত্রাস-জালিয়াতি ও দেশবিরোধী অপপ্রচারই বিএনপির রাজনীতির উপাদান: পররাষ্ট্রমন্ত্রী
দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) নিয়ে টিআইবির প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরওসমালোচনা করেন রিজভী।
রিজভী বলেন, 'গতকাল (বুধবার) ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সারা বিশ্বে আছে, কিন্তু শুধু বাংলাদেশকেই কলঙ্কিত করা হয়। আমরা বলতে পারি সারা বিশ্বে কমবেশি দুর্নীতি থাকতে পারে, কিন্তু আওয়ামী কায়দায় দুর্নীতির কলঙ্ক পৃথিবীর আর কোথাও আছে কি না তা আমরা জানি না।’