পূর্বঘোষণা অনুযায়ী ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
গতকাল (বুধবার)গোপালগঞ্জে সমাবেশে ছাত্রলীগের হামলার পর খুলনায় যান তারা। সেখানে খুলনা সার্কিট হাউজ এবং হোটেল সিটি ইন-এ রাত্রিযাপন শেষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা খুলনা ত্যাগ করেন।
এনসিপি নেতাদের ওই বহরে রয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজন।
আরও পড়ুন: গোপালগঞ্জে হামলা: সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ
তাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে তাদের পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর সেখানে পদযাত্রা-পরবর্তী পথসভা করবে তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।