ফরিদপুর-৩ (সদর) আসনে জমে উঠেছে নির্বাচনী গণসংযোগ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ। প্রার্থীরা বিরামহীন ছুটে চলছেন শহর ও গ্রামগঞ্জে।
আরও পড়ুন: গাজীপুরে তানভির সিদ্দিকীর গণসংযোগে বাধা হামলা
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন-
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।
ঈগল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) প্রতিদিন ভোর থেকেই গণসংযোগ করেছেন। শুক্রবার ভোরে গণসংযোগ করেছেন সদর উপজেলার বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত কানাইপুর এলাকায়। এসময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
আরও পড়ুন: ২১-২৩ ডিসেম্বর গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর দেশব্যাপী অবরোধের ঘোষণা বিএনপির
গণসংযোগকালে এ কে আজাদ বলেন, আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও খুশি। আগামী ৭ তারিখে যদি ঈগল মার্কাকে জয়ী করেন, আমি ওয়াদা দিচ্ছি প্রতিটি ইউনিয়নে একটি করে ট্রেনিং সেন্টার করব। এখান থেকে প্রশিক্ষণ শেষে তাদের চাকরির ব্যবস্থাও আমি করব।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ফরিদপুর থেকে সন্ত্রাস নির্মূল করব। কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না। আমি একজন ব্যবসায়ী, আপনাদের প্রতিনিধিত্ব করা আমার নৈতিক দায়িত্ব, আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব। আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধান করা হবে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী শামিম হক সকাল থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার ধুলদী রাজাপুর, ওমেদিয়া ও মাতুব্বর বাবার আম্বিকাপুর এলাকায় গণসংযোগ করেছেন।
আরও পড়ুন: গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাসহ আটক ৬
এসময় তিনি বলেন, নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়নের ধারাবাহিক অব্যাহত থাকবে। এ এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার মধ্যে দিয়ে যুব সমাজের কর্মসংস্থানের পথ প্রসারিত হবে।
তিনি আরও বলেন, সরকার খেটে খাওয়া মানুষের জীবনমান পরিবর্তনে নানা উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা আবার রাষ্ট্রক্ষমতায় এলে এ দেশ উন্নত দেশের তালিকায় পৌঁছতে পারবে।
এসময় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে গণসংযোগ থেকে বিএনপি নেতা আটক