বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-তরুণ সমাজকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদ প্রতিরোধে সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (৩ আগস্ট) শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, `বাংলাদেশের ভবিষ্যতে যেন কোনোভাবেই ফ্যাসিবাদ, জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেজন্য ছাত্র-তরুণ সমাজকে এখন থেকেই সচেতন থাকতে হবে।`
তারেক রহমান নতুন ভোটারদের ‘ধানের শীষে’ ভোট দিয়ে একটি আত্মনির্ভরশীল ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে তরুণ ও প্রবীণ প্রজন্মের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, `আমি দেশের ছাত্র, যুবক ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই—আপনাদের প্রত্যেককে সজাগ থেকে ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ বা উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সচেতন ভূমিকা পালন করতে হবে।`
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় তরুণদের সামনে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, `বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেটা একজন মা কল্পনা করেন—যেখানে নতুন ও পুরাতন প্রজন্ম একত্রে এগিয়ে যাবে।`
পড়ুন: ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না: ফখরুল
তিনি বলেন, `বর্তমানে দেশের ১৩ কোটির বেশি ভোটারের মধ্যে গত ১৫ বছরে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। আপনারা ভোটার হলেও ফ্যাসিস্ট চক্র আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।`
আগামী জাতীয় নির্বাচনকে নতুন ভোটারদের জন্য একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, `এই সুযোগ কাজে লাগিয়ে গত দেড় দশকে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাই—আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে আমাদের পাশে দাঁড়ান।`
নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, `আপনার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।`
তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরও অনুরোধ করেন, যেন এই বার্তা দেশের প্রতিটি শিক্ষার্থী ও তরুণের কাছে পৌঁছে দেয়া হয়।
তারেক রহমান বলেন, `চলুন আজ প্রতিজ্ঞা করি—স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব। আজকের অঙ্গীকার হোক—তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে।`