বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে রোডমার্চ চলাকালীন গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে। এসময় গণতন্ত্র মঞ্চের তিন নেতাকর্মী আহত হয়েছেন।
রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন মঞ্চের নেতারা।
সোমবার রাত সাড়ে ৮টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতা গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকী অভিযোগ করেন, মোকামতলা বন্দরের অদূরে জয়পুরহাট রোড মোড়ে রোড মার্চের সমাবেশ শেষে গাড়িবহর ৫০ গজ বগুড়া শহরের দিকে গেলে গাড়িবহরকে লক্ষ্য করে আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ
এসময় ইট গাড়ির কাচ ভেঙ্গে ভিতরে ঢুকে তিন জন আহত হন। এমন পরিস্থিতিতে পুলিশ অসহযোগীতামূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেন সাকি।
সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় ভিডিও কলে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সমাবেশে আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাওসার, গণতন্ত্র মঞ্চের নেতা অ্যাডভোকেট সানোয়ার।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলন: গণতন্ত্র মঞ্চের ৫ দিনের কর্মসূচি ঘোষণা
এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা আব্দুল বাছেদ বাদশা, বিদ্যুৎ আমিন সৈকত, এসএম সাদ্দাম হোসেন, সাইদুর রহমান সাগর, হারুনুর রশিদ, এনামুল হক, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান, রশিদুল ইসলাম, নাগরিক নারী ঐক্য নেত্রী বিউটি বেগম, নাজমা খাতুন, ছাত্র ঐক্য নেতা রাশেদ মাহমুদ তুষার, সিয়াম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকার অবৈধ, ভোটারাধিকার কেড়ে নিয়ে এ সরকার জনগণের বিপক্ষে অবস্থা নিয়েছেন। বর্তমান সরকার সংবিধান পরিবর্তন করে ক্ষমতা পাকাপোক্ত করার পায়তারা করছে। অনতিবিলম্বে সংবিধান পরিবর্তন করতে হবে। দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে। এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। জনগণকে রাস্তায় নেমে আসতে হবে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে ব্যাপক পরাজয়ের মুখে আওয়ামী লীগ সরকার: গণতন্ত্র মঞ্চ