তিনি বলেছেন, ‘সংসদ নির্বাচন হবে, যথা নিয়মেই হবে। পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারবে না। আগামী নির্বাচনে ১৪ দলীয় জোটই নির্বাচিত হবে।’
মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ১৪ দলের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। বাংলাদেশে এখন আর অন্য কোনো উপায়ে নির্বাচন হওয়ার সুযোগ নেই। তাই যারা নির্বাচনে আসবে না, তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে।’
নাসিম বলেন, ‘গতবার আমরা খালি মাঠে গোল দিয়েছিলাম। কিন্তু এবার আর খালি মাঠে গোল দিতে চাই না। খেলে গোল দিতে চাই। তাই বিএনপি-জামায়াতকে বলছি, ষড়যন্ত্র করে লাভ হবে না। ষড়যন্ত্র বাদ দিয়ে নির্বাচনে আসুন। কারণ এবার নির্বাচনে না এলে আগামীতে বাটি চালান দিয়েও আপনাদের খুঁজে পাওয়া যাবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ জানে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। দেশে আবারও জ্বালাও-পোড়াও শুরু হবে, রক্তের বন্যা বয়ে যাবে। ‘তাই ঐক্য করে বা জোট করে কোনো লাভ হবে না। দেশের মানুষ জানে কেবল ১৪ দলীয় জোটই মুক্তিযুদ্ধের ধারক ও বাহক। তাই বলতে চাই, আপনারা বিগত সিটি নির্বাচনে যেভাবে নৌকাকে ভোট দিয়ে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করেছেন, ঠিক সেভাবে সংসদ নির্বাচনে রাজশাহীর প্রতিটি আসনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সহায়তা করবেন।’
১৪ দলের এ বিভাগীয় জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।