নির্বাচন কমিশনের (ইসি) পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন।
এছাড়া ৮৫২ জন ট্রান্সজেন্ডার ভোটারকে তৃতীয় লিঙ্গের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি সূত্র বলছে, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ইসি ভোটার তালিকা চূড়ান্ত করে এবং ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলে।
আরও পড়ুন: বাংলাদেশে এখন ১১ কোটি ৯১ লাখ ভোটার: ইসি
হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ বৃহস্পতিবার