তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যত কথাই বলুক না কেন আগামী নির্বাচনেও বিএনপিকে আসতে হবে।
বুধবার (২৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উন্নয়ন সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করি যে ২০১৮ সালের মতো নয়, তারা এবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে নির্বাচনে আসবে।’
আরও পড়ুন: অ্যামনেস্টি'র বিবৃতি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রমূলক: তথ্যমন্ত্রী
ঈদের পর সর্বশক্তি দিয়ে সরকার পতনে এক দফা আন্দোলনের বিষয়ে বিএনপি মহাসচিবের ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও মির্জা ফখরুলের মুখে এক দফার আন্দোলন আমরা সবসময় শুনতে পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু, উনারা কতটুকু আন্দোলন করতে পারবে, সেটা আমরা জানি। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে মানুষ পোড়ানোর মহোৎসব আমরা দেখেছি। সেটি আমরা সামাল দিয়েছি, সরকার পাঁচ বছর টিকেছে।’
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ভিত জনগণের গভীরে প্রোথিত।’
আরও পড়ুন: বাঙালির ইতিহাস লিখতে গেলে আ. লীগের নাম লিখতে হবে: তথ্যমন্ত্রী
রাজনৈতিককর্মী, আর সন্ত্রাসী গুলিয়ে ফেলেছেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী