তিনি বলেন, জামাত-বিএনপি চৌদ্দ বছর ক্ষমতা হারিয়ে জনশূণ্য, কর্মীশূণ্য, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ও মানসিক ভারসাম্য হারিয়ে পূর্বের মত আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে।
‘তারা চলন্তবাসে জলন্ত আগুনে জীবন্ত, ঘুমন্ত মা-বোন ও শিশুসহ মানুষ হত্যা করেছিলো। এবারও তারা একই অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে,’ বলেন তিনি।
জয়িতা ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা বাস্তবে রুপ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তবে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে আছে নানা ধরনের প্রতিবন্ধকতা।
তিনি আরও বলেন, সব ধরনের বাধা বিপত্তি দূর করে উদ্যোক্তা হিসেবে নারীদের গড়ে তোলা ও তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয় নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও সময়োপযোগী পদক্ষেপের ফলে নারীর অগ্রগতি আজ দৃশ্যমান। যা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।
জয়িতা ফাউন্ডশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।