কামাল হোসেনকে নিয়ে গত নির্বাচনের পর বিএনপি এবার ডক্টর ইউনূসকে নিয়ে ১/১১’র অশুভ খেলায় লিপ্ত হতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এটা ভালো সময় নয়। এখানে একটি শয়তান আছে। পাপাচারের সংখ্যা বেড়েছে। এখানে অশান্তির আশঙ্কা রয়েছে। শ্রী কৃষ্ণের পরামর্শ মতো শান্তি বজায় রাখতে আমাদের সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: মেট্রোরেল ও পদ্মা সেতু প্রমাণ করে আ. লীগ কথায় নয় কাজে বিশ্বাসী: কাদের
তিনি বলেন, ‘গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণিত হয়েছে যে, শাসক হিসেবে রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে হিন্দু সম্প্রদায়ের কাছের মানুষ আর কেউ নেই। আওয়ামী লীগ যখন ছিল তখন হিন্দু ভাই-বোনেরা নিরাপদ ছিল।’
তিনি আরও বলেন, ‘এখন আমি ভয় পাচ্ছি। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে কোনো অপশক্তি যদি এমন কিছু করে, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে।’
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।
আরও পড়ুন: গুম ও হত্যার দায় সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিএনপি: কাদের