বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিকাল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
মৃত্যুকালে মুরাদ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার মাগুরা সদর উপজেলায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মুরাদকে দাফন করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোক বার্তায় তারা মুরাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।