তিনি বলেন, ‘মির্জা ফখরুলরা মনে করেছিলেন, বিজেপি এসে তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু এখন বিজেপি সভাপতি অমিত শাহ যখন বলেন, বিএনপির আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে তখন তাদের আঁতে ঘা লাগে।’
লালমনিরহাটের জেলা পরিষদ ডাক বাংলো মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘বিএনপি-জামায়াত আমলে হিন্দুদের ওপর বর্বর নির্যাতন করা হয়েছিল, পূর্ণিমার মতো মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। সংখ্যালঘু হিন্দুদের জীবনকে অতিষ্ট করে তুলেছিল বিএনপি-জামায়াত ক্যাডাররা।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাইমুজ্জামান মুক্তা।