ঢাকা, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বুধবার বলেছেন, তারা বিশুদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে এবং দেশকে অবিচার মুক্ত করার জন্য জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘যারা এই মঞ্চে জড়ো হয়েছেন তারা একটি জাতীয় ঐক্য গড়তে চান, যাতে আমরা বিশুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।’
জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘ইভিএম বর্জন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।
দেশের স্বার্থে সব জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন তাদের সবাইকে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
‘আমরা অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব। বাঙালির চরিত্র হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। আমাদের নিজেদেরকে অবশ্যই অবিচার থেকে মুক্ত করতে হবে,’ যোগ করেন তিনি।