লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সে দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এক বিবৃতিতে তিনি বিস্ফোরণে চার বাংলাদেশিসহ দেড় শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বিস্ফোরণে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ভয়াবহ বিস্ফোরণে বৈরুতে ব্যাপক ধংসযজ্ঞ অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এমন বিপর্যয়ে লেবাননের পাশে থাকবে বাংলাদেশ।’
বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করতে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যাদের মধ্যে চারজন বাংলাদেশিও রয়েছেন।
এছাড়া বিস্ফোরণে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং প্রায় তিন লাখ মানুষ গৃহহীন হয়েছেন।