মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
রাজধানীর নির্বাচন ভবনে অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের হাফিজ বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের ওপর অত্যাচার নিপীড়ন বেড়েই চলেছে। সেই সঙ্গে ভোটারদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে।’
হাফিজউদ্দিন দাবি করেন, অস্ত্রধারী ‘সন্ত্রাসীদের’ হামলার ভয়ে তিনি তার নির্বাচনী এলাকায় যেতে পারছেন না।
তিনি অভিযোগ করেন, ‘সন্ত্রাসীদের’ হামলায় আহত যুবদল জেলা ইউনিটের সভাপতি জামাল উদ্দিন ও এর সাধারণ সম্পাদক সেলিমসহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি নেতা দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিবর্তে ইসি নীরব ভূমিকা পালন করছে।
এদিকে নোয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকনও নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন।
তিনি অভিযোগ করেন, সারাদেশের মতো তার নির্বাচনী এলাকাতেও পুলিশ পাইকারি হারে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।
অভিযোগ দায়েরের পর তিনি সাংবাদিকদের জানান, পুলিশ ও মাঠ প্রশাসনের ওপর ইসির কোনো নিয়ন্ত্রণ নেই।