আগুনে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন শেষে সংবাদিকদের সাথে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বানও জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকা শহরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এতে মানুষ সর্বস্বান্ত হয়ে পড়ছেন। তাই এ বিষযগুলো খতিয়ে দেখতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি দরকার।’
অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলেন বিএনপির এ নেতা।
তিনি জানান, মিরপুরের বস্তির আগুনে শুক্রবার রাতে ৩০ হাজার পরিবার তাদের সবকিছু হারিয়েছে। ‘সরকারকে তাদের ক্ষতিপূরণ দিতে ও পুনর্বাসনে পদক্ষেপ নিতে হবে।’
ফখরুল দুপুর সাড়ে ১২টার দিকে বস্তিতে যান এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন।
তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং তাদের দল থেকে আর্থিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
এদিকে, মিরপুর ৭ নম্বরে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শনিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আল আরাবিয়া মসজিদের পশ্চিম পাশের চলন্তিকা বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।