দল ও এর সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি তাদের যুব শাখা জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি গঠন করেছে।
আগের কমিটি বিলুপ্তির ২৫ দিনের মাথায় মঙ্গলবার (৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে আবদুল মোনায়েম মুন্নাকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নয়ন।
আগের কমিটিতে মুন্না সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতির দায়িত্ব পালন করেন।
নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৪ জুন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয় বিএনপি।
এর আগে ২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আট সদস্যের আংশিক কমিটি গঠন করেছিল দলটি।
এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় যুব কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ৪ মহানগর ও কেন্দ্রীয় যুবদল কমিটি ভেঙে দিয়েছে বিএনপি